বাংলার চোখ সংবাদ :
ড. জেবউননেছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস (সম্মান) এবং এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ করেন, একই বিভাগ থেকে এমফিল ডিগ্রী সম্পন্ন করেন।তিনি ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গভর্ন্যান্স বিষয়ক পিএইচডি গবেষণা করেন।যেটি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম উচ্চতর গবেষণা। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব পার্লিস,মালেয়শিয়ায় ফিন্যান্সিয়াল গভর্ন্যান্স বিষয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করছেন। ড. জেবউননেছা একজন প্রাবন্ধিক এবং লেখক এবং মুক্তিযুদ্ধ গবেষক। তিনি ১৩ টি গ্রন্থের রচয়িতা। তিনি ২০ এর অধিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। তিনি ধানমন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯৭১ এ টর্চার সেল অনুসন্ধান করেন।বর্তমানে এটি ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ’ হিসেবে দাঁড়িয়ে ।বর্তমানে তিনি নারায়ণগঞ্জের মাসদাইরে রংপুর হাউসে অবস্থিত পরিত্যক্ত দুই জন শহীদের কবর নিয়ে গবেষণা করেন।তিনি বর্তমানে নারায়নগঞ্জের কনিষ্ট অধ্যাপক। ড. জেবউননেছাকে নারায়নগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানাচ্ছি।