মোঃ সোহেল :
সিদ্ধিরগঞ্জের গোদনাইল লক্ষ্মীনারায়ণ মাঝিপাড়া এলাকা থেকে মাসুম (৪০) নামে একজন ব্যবসায়ী অপহরণের ১৯ দিন গত হলেও উদ্ধার হয়নি। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর মা মাকসুদা বেগম থানা, র্যাব-১১ ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন।
অপহৃত মাসুদ ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আহাদ আলির ছেলে।
মাসুমের মা মাকসুদা বেগম জানান, চলতি মাসের সাত তারিখ রাতে ৪০ হাজার টাকা নিয়ে মাসুম মুরগি কিনতে মাঝিপাড়া হাইস্কুল সংলগ্ন বাজারে যায়। সেখান থেকে মোটরসাইকেল আরোহী আগ্নয়াস্ত্রধারী চারজন লোক তাকে অপহরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনার তদন্ত ও মাসুমকে উদ্ধারের চেষ্টা চলছে।
//এমটিকে