1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | অস্ট্রেলিয়ার জনবহুল শহরের তকমা হারাল সিডনি
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার জনবহুল শহরের তকমা হারাল সিডনি

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরের তকমা খোয়াল সিডনি। এবার সেই জায়গা নিয়েছে মেলবর্ন। সীমান্তে পরিবর্তন আসার কারণেই এমনটা ঘটছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে।

১০০ বছর ধরে অস্ট্রেলিয়ার জনবহুল শহরের তকমা ধরে রেখেছিল সিডনি।

মেলবর্নের জনসংখ্যা বাড়ছে দ্রুত। সাথে শহটির পরিধিও বেড়েছে মেলটন পর্যন্ত। বর্তমানে মেলবর্নের জনসংখ্যা ৪৮ লাখ ৭৫ হাজার ৪০০ জন। যা সিডিনর তুলনায় ১৮ হাজার ৭০০ জন বেশি।

অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো মেলবর্নকে গুরুত্বপূর্ণ নগর এলাকা বলে আখ্যা দিয়েছে।

তবে পুরো অঞ্চল বিবেচনায় সিডনির জনসংখ্যা এখনো বেশি। ফেডারেল সরকার পূর্বাভাসে জানিয়েছে, গ্রেটার মেলবোর্ন ২০৩১-২০৩২ সালে গ্রেটার সিডনিকে ছাড়িয়ে যাবে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews