1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | অ্যাডিনো ভাইরাস আতঙ্ক কলকাতায়: ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২১ অপরাহ্ন

অ্যাডিনো ভাইরাস আতঙ্ক কলকাতায়: ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১ মার্চ, ২০২৩
সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের আক্রমণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে কলকাতার বি সি রায় শিশু হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে তিন শিশু বি সি রায় শিশু হাসপাতালে আর দুই শিশু কলকাতা মেডিকেল কলেজে মারা গেছে।

অ্যাডিনো ভাইরাস সংক্রমণের লক্ষণ হলো শিশুর জ্বর, সর্দি–কাশি, বমি ইত্যাদি। এই রোগের শিকার হয়ে এখন বহু শিশুর পরিবারই ছুটছে বড় হাসপাতালের দিকে। বেশি ভিড় জমছে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে। আজ বুধবার সকালে রাজ্যের স্বাস্থ্যসচিব বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এই রোগ মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন। জারি করা হয়েছে ১০ দফা পরামর্শ।

স্বাস্থ্যসচিব শিশুদের চিকিৎসার জন্য বি সি রায় শিশু হাসপাতালে ৭২ এবং বেলেঘাটার আইডি হাসপাতালে ৫০টি শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কলকাতার সব বড় হাসপাতালে শিশুদের চিকিৎসার পর্যাপ্ত কাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews