নজরুল ইসলাম :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কৃষকের একটি ভেড়ার ৩টি বাচ্চার জন্ম হয়েছে। এর মধ্যে একটি বাচ্চা একচোখা দানবাকৃতির এর কপালে একটি মাত্র চোখ রয়েছে মুখের অবয়াব দেখতে মানুষের মতো। বৃহস্পতিবার ভোরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামে ভেড়া শাবকটির জন্ম হয়।
মেষপালক ওই গ্রামের মৃতঃ আঃ হামিদের পুত্র সাব্বির আহাম্মেদ জানান, তার বেশ কয়েকটি ভেড়ার মধ্যে একটি ভেড়া গর্ভবতী ছিল। বৃহস্পতিবার ভোরে এমন কান্ড ঘটার পর থেকে বিষয়টি সামাজিক যেগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভেড়া শাবকটিকে দেখতে তার বাড়ীতে উৎসুক জনতা ভীর জমাতে থাকে।
এমটিকে//বাংলারচোখ