আড়াইহাজার প্রতিনিধি ( জিয়াউর রহমান প্রধান) : আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন কারীর বিরুদ্ধে মামলা – দীর্ঘদিন মেঘনা থানাধীন চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আঃ লতিফ ও তার সহযোগী নুরুল আমীন মেম্বার গংরা আড়াইহাজারের কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের কতিপয় লোককে ম্যানেজ করে আড়াইহাজার থানাধীন চরলক্ষীপুর, নিতারটেক, ডেঙ্গুরকান্দী ও নয়নাবাদ
মৌজার সীমানায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এতে বাধা দিলে তারা কোনো কর্ণপাত করছেন না, বিধায় খাগকান্দা নৌ পুলিশ ফাড়ির এ.এস.আই এরশাদ আলম বাদী হয়ে নুরুল আমিন মেম্বারের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধি আইনের ৪৩১ ধারা মোতাবেক আড়াই হাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩ তারিখ- ২০জুলাই ২০২০ইং। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেন।