আড়াইহাজার প্রতিনিধি (জিয়াউর রহমান প্রধান) : আড়াইহাজারে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক। উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিনপাড়ার সৈয়দ শামসুদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২০) নামের একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সদস্যরা।
আসামী দীর্ঘদিন যাবৎ অনলাইনে গোপনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিল। পুলিশ পরিদর্শক কামরুল হাসানের দায়েরকৃত মামলা সুত্রে জানা যায় সার্বভৌমত্ব বিপন্ন করা, জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টি ও ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপনীয় প্রোগ্রাম খুলে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ, সদস্য সংগ্রহ ও জিহাদের প্রস্তুতি গ্রহনের কারণে তাকে তার বসতবাড়ির একটি চৌচালা টিনের ঘর থেকে গ্রেফতার করা হয়েছে। কাচপুর মাদ্রাসায় থেকে সে এই সমস্ত কার্যক্রম চালিয়ে আসছিল।