আড়াইহাজার প্রতিনিধি (জিয়াউর রহমান প্রধান) : এক মৃত্যুর ২ মামলা- আড়াইহাজারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে । জানা যায় গত ২৭ মে ২০২০ তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র আইয়ুব আলী গুলিতে নিহত হন। আইয়ুব আলী নিহত হওয়ার ১৫দিন পর গত ১২ই জুন গোবিন্দপুর গ্রামের শহীদের ছেলে আলমগীর মৃত্যুবরণ করেন। আইয়ুব আলী হত্যার আসামীদের দাবী ছিল আলম ঝগড়ায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তাদের প্রতিপক্ষ হকসাব মেম্বারদের দাবী হলো আলম স্ট্রোক করে কাচপুরের বাসায় মারা গেছেন। ১৩ই জুন ২০২০ইং তারিখ আলমকে তার পরিবারের লোকজন বাড়িতে এনে দাফনের কাজ সম্পন্ন করেন। এই ঘটনায় গত ১৯/৭/২০২০ইং তারিখে মৃত আলমগীরের স্ত্রী জোসনা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল নারায়ণগঞ্জ আদালতে তোফাজ্জল গংদের ২২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ২৩ জুন মৃতের পিতা শহিদ বাদী হয়ে পুত্রের মৃত্যুর কারণ উল্লেখ করে ফজলুল হক দিপু গংদের আসামী করে ২১ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে আরেকটি মামলা দায়ের করেন। আদালত থেকে আলমগীরের লাশের ময়না তদন্ত এবং মামলা তদন্তের জন্য আড়াইহাজার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মৃত্যুর দেড় মাস পরে একই কারণ উল্লেখ করে এক সাথে ২টি মামলা দায়ের করায় বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।