আড়াইহাজার প্রতিনিধি (জিয়াউর রহমান প্রধান) :
উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার তারা মিয়ার ছেলে বাবুল (৪৫) ও রেজেক মিয়ার ছেলে শরিফের বিরুদ্ধে স্বামী পরিত্যক্ত এক নারী একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন, মামলা নং ৬(৯)২০২০ আড়াইহাজার থানা। চার বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হওয়া মেয়েটি অর্থাৎ মামলার বাদীনী(২২) এজাহারে উল্লেখ করেছেন ২বছর আগে প্রধান আসামী শরীফের সাথে তার প্রেমের সম্পর্কের জের ধরে ৩মাস আগে আসামী বাবুলের শশুর বাড়ি বিশনন্দী নিয়ে শরীফ তাকে ধর্ষণ করে। এরপর গত ১২ই জুলাই জালাকান্দীতে বাদীনির শোয়ার ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারো শরীফ তাকে ধর্ষণ করে। দেড় মাসের অন্তঃস্বত্বা হয়ে সে শরীফকে বিয়ের কথা বলিলে তাকে বাচ্চা নষ্ট করে ফেলতে পরামর্শ দেয় এবং তার বোনের মাধ্যমে ১৫০০০ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে প্রস্তাব দেয়। আসামীদের ধরতে আড়াইহাজার থানা পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর...