1. [email protected] : mainadmin :
  2. [email protected] : special_reporter :
  3. [email protected] : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন প্রভা
বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ০৪:১৫ অপরাহ্ন

ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন প্রভা

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক :

টিভি পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রেম করছেন। মাস চারেক আগে থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। অবশ্য গুঞ্জনের সূত্রপাত করেছেন অভিনেত্রী নিজেই। জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ ছবি শেয়ার করা, রোম্যান্টিক কমেন্ট চালাচালিতে ইঙ্গিত দিচ্ছিলেন।

সম্প্রতি ইমরান-প্রভার প্রেম নিয়ে নেট দুনিয়ায় চর্চা চলছে। যদিও তারা নিজ মুখে স্পষ্ট ভাষায় কিছুই বলেননি। কিন্তু গুঞ্জনের জল গড়িয়েই যাচ্ছে।

এর মধ্যেই সরব হলেন প্রভা। জানালেন নিজের একান্ত কিছু উপলব্ধি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে, এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’

স্ট্যাটাসে সম্পর্কের ভাঙা-গড়ার ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’

প্রভা আরও লেখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী—এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না। গত বছরটি গেম চেঞ্জার ছিল।’

প্রসঙ্গত, ইমরানের আগে ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে প্রভার সম্পর্ক ছিল বলে শোনা যায়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেকদিন বিষাদে ডুবে ছিলেন অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে সেই বিষাদের ছায়া ছিল। তবে গত বছর তিনি নতুন প্রেমে মজেছেন। তাই ২০২১ সালকে নিজের জন্য গেম চেঞ্জার মনে করছেন প্রভা।

//এমটিকে

 

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews