ঈদের পরে আগামী ২৫ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তানের যুব দল। এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথমে ঢাকায় এসে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলটি সরাসরি চলে যাবে চট্টগ্রামে।
সফরের একমাত্র টেস্ট ও প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি তিনটি ওয়ানডে ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টির ভেন্যু রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম।
চট্টগ্রামে এসে চারদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। এরপর ৩০ এপ্রিল চারদিনের ম্যাচে খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। একই ভেন্যুতে ৬ ও ৮ মে প্রথম দুটি ওয়ানডে হবে। রাজশাহীতে শেষ তিনটি ওয়ানডে হবে ১১, ১৩ ও ১৫ মে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ ১৭ মে।