1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | ঈদে চমক নিয়ে আসছে নিলয় - মাহি
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

ঈদে চমক নিয়ে আসছে নিলয় – মাহি

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

ছোট পর্দায় সামিরা খান মাহির ব্যস্ততা তুঙ্গে। একের পর এক নাটকে কাজের সুবাদে দম ফেলার সুযোগ পাচ্ছেন না! এরমধ্যে আবার ওটিটি ভুবনেও পা রেখেছেন। নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের সাড়াও পাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় এবার সামিরা খান মাহি হলেন চিত্রনায়িকা! না, বাস্তবে নয়, নাটকের পর্দায়। আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত ‘নায়িকা তুমি কার’ নাটকেই তাকে এমন ভূমিকায় পাওয়া যাবে। যেটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

নাটকের গল্প কিছুটা এরকম- এলাকার ডন মূসা ভাই। সবাই তাকে বাঘের চেয়েও ভয় পায়! সেই ডন আবার ঢাকাই সিনেমার পাঁড় ভক্ত। বিশেষত নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারা দিন সিনেমা দেখে, গান শোনে আর নায়িকাদের নিয়ে দিবাস্বপ্নে বিভোর থাকে।

ঘটনাক্রমে সিনেমা প্রযোজনায় নামে মূসা ভাই। শর্ত একটাই- সিনেমায় নায়িকা বিজলীর সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে। এ নিয়ে নানা মজার কাণ্ড ঘটতে থাকে।

এতে মূসা ভাইয়ের ভূমিকায় থাকছেন নিলয় আলমগীর আর নায়িকা বিজলী হয়েছেন সামিরা খান মাহি। এছাড়াও থাকছেন সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে।

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি।’
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনের অংশ হিসেবে এটি প্রচার হবে তাদের ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews