বাংলার চোখ সংবাদ :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের সন্তান এডভোকেট কাজী সাজোয়ার হোসেন ৫ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় মৃত্যুবরণ করেন। মৃতুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি সারাজীবন জনমানুষ ও সংগঠন নিয়ে কাজ করছেন।বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ রাজনীতিতে জীবন শুরু করে আওয়ামী রাজনীতির আর্দশে জীবন রচনা সাজিয়েছিলেন। তিনি আড়াইহাজার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। জাতীয় সংসদ নির্বাচন করেছেন। বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের, আহসানউল্যাহ মাস্টারের আইনজীবি ছিলেন। নারায়ণগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
তাহার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শোক জানিয়েছেন। গোলাম দস্তগীর গাজী বলেন, ৩দিন আগে আমার সাথে জেলা সমিতির উন্নয়ন নিয়ে কথা হয়েছে। তার মৃত্যু অকল্পনীয়। সে আমার একজন ভাল বন্ধু ছিল। এক সাথে থেকেছি, এক সাথে ছাত্র রাজনীতি করেছি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। তার পরিবারের প্রতি জানাই সমবেদনা। তাছাড়া শোক জানিয়েছেন, জেলা সমিতির সহ-সভাপতি সাবেক এমপি, এস.এম আকরাম, এড. তৈমূর আলম খন্দকার, মনির হোসেন সিআইপি, এস,এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক কে. এম আবু হানিফ হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রধান,মীর আব্দুল আলীমসহ জেলা সমিতির ২শতাধিক সদস্য শোক জানিয়েছেন।