সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এবারের হজের ইকনোমি প্যাকেজের ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে। মন্ত্রণালয়ের হজ ও ওমরাহ বিভাগের আন্ডার সেক্রেটারি ড. আমর বিন রেদা আল মাদ্দাহ বলেছেন, গত বছরের তুলনায় এবারের হজ প্যাকেজের মূল্য ৩০ শতাংশ কম। গাল্ফ নিউজ এ খবর জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে মন্ত্রণালয় জানিয়েছিল, অভ্যন্তরীণ হজযাত্রীদের তিন কিস্তিতে হজের প্যাকেজমূল্য পরিশোধের সুযোগ করেছে। আর আগে পূর্ণ মূল্য এককালীন পরিশোধ করতে হত।
বাংলার চোখ নিউজ