বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের মিশন শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর। অঞ্চলটির মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নস আর্জেন্টিনা ঘরের মাঠে প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে। আর বলিভিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। বাছাই পর্ব শুরুর কথা জানানো হলেও ভেন্যু আর দিনক্ষণের বিস্তারিত জানানো হবে পরে ।
আগামী আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথমবার তাতে ৪৮টি দল অংশ নেবে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা বাছাই পর্বে মুখোমুখি হবে ষষ্ঠ রাউন্ডে। শুরুতে ব্রাজিল তাদের আতিথ্য দেবে। ম্যাচটা হতে যাচ্ছে এই বছরের নভেম্বরে। ২০২১ সালের সেপ্টেম্বরে তাদের বাছাই ম্যাচ বাতিল হওয়ার পর দুই দল এই প্রথম মুখোমুখি হচ্ছে।
তার পর ১৪তম রাউন্ডে ২০২৫ সালের মার্চে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলকে আতিথ্য দেবে।
বাংলার চোখ নিউজ