মোঃ জিয়াউর রহমান প্রধান – :
আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের ইসাকুল, শিপন, আলামিন, ইকবাল ও সোহেল গং আজ ১লা নভেম্বর রবিবার খুব ভোরে মেঘনা নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে তাদের নিজস্ব মাছ ধরার ট্রলার চালিয়ে যাচ্ছিলেন, ঐ সময় নদীতে আরেক জালের ট্রলারে শুয়ে ছিলেন একই গ্রামের মৃত করম আলীর ছেলে খুরশিদ, মৃত মোন্তাজের ছেলে শাহজাহান ও শাহজাহানের ছেলে সিরাজ। অনাকাঙ্ক্ষিতভাবে তাদের ইন্জিন চালিত ট্রলারটি শুয়ে থাকা খুরশিদ(৬০), শাহজাহান(৫০) ও সিরাজ(২২) এর ট্রলারে ধাক্কা লাগে এবং সাথে সাথেই খুরশিদ, শাহজাহান ও সিরাজ আহত হয়েছেন। আহত খুরশিদকে মেডিকেল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকী ২জেলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন। আড়াইহাজারের ওসি নজরুল ইসলাম ও মধ্যারচরের মেম্বার লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে কামাল হোসেন বাদী হয়ে এই বিষয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।