কুষ্টিয়ার খোকসায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খোকসা থানা পুলিশের একটি অভিযানিক দল পৌরসভার ১ নং ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামে অভিযান চালায়। এসময় তিনজন আরোহীরসহ একটি মোটরসাইকেল পুলিশের গাড়ির সামনে পরে যায়। এক পর্যায়ে একজন মোটরসাইকেল আরোহী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ অপর মোটরসাইকেল আরোহী আসিফ (১৯) ও সোবাহানের (৩৫) শরীরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দু’রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে।
আটক আসিফ উপজেলার হিজলাবট গ্রামের আব্দুল মতিনের ছেলে। অপর আটক সোবাহান ঢাকা আশুলিয়ার সাধুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
খোকসা থানার ওসি মামুনুর রশিদ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল পাতিলডাঙ্গী গ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইলের এক আরোহী দৌড়ে পালিয়ে গেলে তারা অন্য দুইজনের শরীর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলার চোখ নিউজ