1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | ক্রিকেটার মেহেদী মিরাজকে আরএকে সিরামিকসের সম্মাননা
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

ক্রিকেটার মেহেদী মিরাজকে আরএকে সিরামিকসের সম্মাননা

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

মাঠের লড়াইয়ে অনেকদিন ধরেই দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের সব ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সে কুড়িয়ে চলেছেন প্রশংসা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এ জয়ের নায়ক বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে হয়েছেন সিরিজ ও ম্যাচ সেরা, গড়েছেন দলীয় ও একক আন্তর্জাতিক রেকর্ড।

এর প্রেক্ষিতে আরএকে সিরামিকস লিঃ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এসএকে একরামুজ্জামান ব্র্যান্ড অ্যাম্বেসেডর মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসান। তারকা এ ক্রিকেটারকে প্রণোদনা দিয়ে তিনি আশা করেন, `মিরাজের হাত ধরে একদিন বাংলাদেশ ক্রিকেটে ধরা দিবে কাঙ্ক্ষিত স্বপ্ন।‘

সিওও এবং সিইও সাধন কুমার দে বলেন, `একজন পারফর্মারই ইমাজিন করেন এবং সেভাবে এগিয়ে যান। আরএকে এমন সব পারফর্মাদের পাশে আছে সবসময়।‘

২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত দেশের একমাত্র ইন্টারন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকস লিঃ। এরই ধারাবাহিকতায় মেহেদী হাসান মিরাজ বর্তমানে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বেসেডর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাধন কুমার দে, ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, কোম্পানী সেক্রেটারি শহীদুল ইসলাম, হেড অফ ইন্টার্নাল অডিট শামসুল আরেফিন, ডিজিএম মার্কেটিং এন্ড কমিউনিকেশনস এস এম আরফাতুর রহমান, এজিএম এইচ আর এন্ড এডমিন সুরজিত বড়ুয়াসহ আরএকে সিরামিকস লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews