ওসমান হারুনী :
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘুষখোরদের বিরুদ্ধে বক্তব্য দেন তখন তারা কোন কথা বলতে পারে না, প্রতিবাদ করার সাহস পায় না। কিন্তু আমি যখন ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলি তখন চোরের দল আমার বিরুদ্ধে প্রত্রিকায় বিবৃতি দেয়, হুমকি দেয়, মানববন্ধন করে, এমপি পদ থেকে পদত্যাগের জন্য থ্রেট করে।
রবিবার দুপুরে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশ ঘুষখোরদের চাকরি ছেড়ে ভিক্ষা করে খেতে বলেছেন। আমরা যদি ঘুষখোরের বাড়ি ও অফিসে স্টিকার লাগিয়ে দেই তাহলে তার যত টাকার মালিকই হোক কারো সামনে মুখ দেখতে পারবে না। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন প্রমুখ।
//এমটিকে