চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত তৌহিদুল ইসলাম উপজেলার ফকিরহাট সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আমির ফারুক জাগো নিউজকে বলেন, ‘শনিবার রাতে ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত স্কুলশিক্ষক জাফরকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।’