নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের নৌ ভ্রমণের উদ্দেশ্যে আজ ১১ আগস্ট (বুধবার) সকাল ৯ ঘটিকায় বিশনন্দী ফেরিঘাট হইতে খাগকান্দা, সোনারগাঁ, মেঘনা ব্রিজ হয়ে দাউদকান্দি মিনি কক্সবাজার নামকস্থানে দিনব্যাপী মিলন মেলার মাঝে নৌ ভ্রমণটি পালিত হবে।
অনুষ্ঠান সূচির তালিকায় সকালে মোরগ পোলাও নাস্তা, দুপরে ইলিশ মাছ ও দু’টি খাসি জবাইয়ের মধ্যে রান্নার আয়োজন করবে। বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতি অনুষ্ঠান ও শোকাহত আগস্ট মাসে বঙ্গবন্ধু স্বরণে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শেষ হবে। অনুষ্ঠানটি করার জন্য সহযোগিতা করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, সার্বিক তত্বাবধায়নে কে.এম আবু হানিফ হদয়। আয়োজনে আবুল নেওয়াজ মেম্বার, মোঃ জামাল মিয়া, আসমত আলী মণ্ডল, জহিরুল হক, মনির হোসেন মকুল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মোঃ কামাল হোসেন ফকির, কামাল হোসেন পলাশ, জাহিদ হাসান জিন্নাহ, শাহীন সরকার, কাজী মাঃ মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর সরকার, মোঃ মোক্তার হোসেন, হাছেন মোল্লা, আবদুল্লা হুজুর, মোঃ জসিম উদ্দিন, আমান মিয়া, রিপন শরিফপুরী, মোঃ আলামিন, গাফফার শিকদার, কাজী মাহবুব হোসেন, জহিরুল হক, আবুল মোল্লা , মজিবুর, হান্নান, ইকবাল ফকির, কালাম, সোলাইমান, মনির হোসেন, বিল্লাল হোসেন, জামাল নেওয়াজ, আমির আলী, মোঃ সেলিম, সবুজ সরকার, জামান নেওয়াজ, জোটন শরিফপুরী, হানিফা শরিফপুরী, সোহেল, মজিবুর টেক্সটাইল, মুনসুর আলী, আমির হোসেন, মহাসিন মোল্লা, দুলাল, রহিমদার, সুলতান, জামিরা, শামীম ওসমান, হবি মেম্বার, দেলু নেওয়াজ, রাসেল নেওয়াজ, সোহেল, হেলাল, শাহআলী, সূচক, ইউনুস, তুহিন ফকির, কাদির সরকার, দায়েন ফকির,আনোয়ার শ্রীনিবাদি, সাজু, সাফা রামচন্দ্রদী, আনোয়ার, সাংবাদিক শহীদুল্লাহ গাজী, নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, পারভেজ আহমেদ, শাহিন মিয়া ও আরিফ হোসেন প্রমুখ।
এমটিকে/বাংলারচোখ