1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | জন্মনিয়ন্ত্রণ পিল খেয়ে পিরিয়ড বন্ধ রাখছে কৈখালীর কিশোরীরা: পাশে দাঁড়ালো সেনোরা
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

জন্মনিয়ন্ত্রণ পিল খেয়ে পিরিয়ড বন্ধ রাখছে কৈখালীর কিশোরীরা: পাশে দাঁড়ালো সেনোরা

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সাতক্ষীরার কৈখালী ইউনিয়ন লোনা পানিতে সয়লাব। পিরিয়ড চলাকালে এখানকার মেয়েদের এই পানিই ব্যবহার করতে হতো। লোনা পানি ব্যবহারে জরায়ুর বিভিন্ন অসুখে আক্রান্ত হতো তারা। তাই পিরিয়ডের ‘ঝামেলা’ এড়াতে জন্মনিয়ন্ত্রণ পিল খেয়ে মাসিক বন্ধ রাখছিল স্থানীয় কিশোরীরা।

বিশেষজ্ঞরা বলছেন, ‘কিশোরীরা এভাবে পিল খেয়ে পিরিয়ড বন্ধ রাখলে তাদের আর নিয়মিত পিরিয়ডই হবে না। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি তারা বন্ধ্যাত্বের শিকারও হতে পারে।’

এমন পরিস্থিতিতে কৈখালীর ওই কিশোরী-তরুণীদের পাশে দাঁড়ায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা। ‘মেয়ে, তোমার স্বস্তির জন্য’ ক্যাম্পেইন শুরু করে ব্র্যান্ডটি।

সেনোরার উদ্যোগে কৈখালী ইউনিয়নে কিশোরীদের নিয়ে কয়েকটি উঠান বৈঠকেরও আয়োজন করা হয়। সেই সঙ্গে তাদের দেওয়া হয় তিন মাসের জন্য ফ্রি স্যানিটারি ন্যাপকিন। যেকোনও প্রয়োজনে তাদের জন্য স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চালু করেছে টোল ফ্রি কল সেন্টার (০৮০০০৮৮৮০০)।

‘মেয়ে, তোমার স্বস্তির জন্য’ ক্যাম্পেইন‘মেয়ে, তোমার স্বস্তির জন্য’ ক্যাম্পেইন

কৈখালীর দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী জানালো, ‘পিল এখন আর খাচ্ছি না। মাসিকের সময় ভালো পানি পাচ্ছি, প্যাডও পাচ্ছি।’

১৩ বছরের আরেক কিশোরী ট্যাংক থেকে পানি নিয়ে বাসায় ফিরছিল। তার কথায়, ‘যারা আমাদের জন্য উদ্যোগটা নিয়েছেন তাদের ধন্যবাদ। আগে পুরনো কাপড় ব্যবহার করতাম। এখন প্যাড পাচ্ছি। পিল খেতে হচ্ছে না।’

সেনোরার এই উদ্যোগ প্রসঙ্গে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অপারেশন বিভাগের প্রধান মালিক মো. সাঈদ বলেন, ‘সেনোরার জন্মলগ্ন থেকেই আমরা মেয়েদের নিরাপদ পিরিয়ড নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় কৈখালীর মেয়েদের পাশে দাঁড়িয়েছি।’

স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং বিভাগের প্রধান ড. জেসমিন জামান বলেন, “আমাদের উদ্যোগ শুধু এখানেই থেমে থাকবে না। আমরা কৈখালীর কিছু মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি, যারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রয়োজনে সেখানকার কিশোরীদের পাশে থাকবে। গ্রামজুড়ে তারা পরিচিত হচ্ছে ‘নোরা আপা’ নামে।”

সেনোরার এই উদ্যোগ বাস্তবায়ন ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিল বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞাপনি এজেন্সি সান কমিউনিকেশনস লিমিটেড। এই প্রজেক্টে সরাসরি যুক্ত সান কমিউনিকেশনসের কপি সুপারভাইজার রিয়াজুল আলম শাওন বলেন, ‘ট্যাংক বসানো, উঠান বৈঠক, ফ্রি স্যাম্পলিং, ভিডিওচিত্র নির্মাণ; সবক্ষেত্রেই আমাদের আন্তরিকতার কমতি ছিল না। তবে কাজ এখানেই শেষ নয়। ভবিষ্যতেও আমরা কৈখালীর মেয়েদের পাশে থাকবো।

বাংলার চোখ নিউজ’

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews