জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য যে, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গা এমপি’র স্থলাভিষিক্ত হবেন।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।
এ প্রেক্ষিতি দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন বাংলার চোখকে বলেন, মহাসচিব মানে দলের মেরুদণ্ড। রাঙা সাহেব দলকে কতটুকু
একত্রিত ও শক্তিশালী করতে পেরেছে েএটা দলের সবাই জানে। তবে পার্টির চেয়ারম্যান গঠণতন্ত্র অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়েছে আমি তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবুলকে অভিন্দন।