জাপানে শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হত্যা ও বোমা বিষ্ফোরণের হুমকি দিয়ে ফ্যাক্স পাঠিয়েছে অজ্ঞাত এক ব্যাক্তি। গত সোমবার (২৩ জানুয়ারি) টোকিওর একটি নম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই হুমকি দেওয়া হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ৩৩০টির বেশি বোমা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাখা হয়েছে বলে দাবি করে ওই হুমকিদাতা। অন্য এক চিঠিতে বড়ধরনের বোমা হামলার হুমকিও দিয়েছে সে।
এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও বৃহস্পতিবার থেকে বেশিরভাগই খুলে দেওয়া হয়েছে। কারণ এখন পর্যন্ত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোন বিস্ফোরক খুঁজে পায়নি পুলিশ।
সুএ,বিবিসি