ওসমান হারুনী :
জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের দুই উপজেলার ৯টি ইউনিয়নের ভোট গ্রহন কালে মেরুরচর কেন্দ্রে জালভোট নিয়ে সংঘর্ষ ঘটনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, দেড়টার সময় ভোট চলাকালীন অবস্থায় মেরুরচর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে কেন্দ্রে ভোট কারচুপি জালভোট নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে, দুই পক্ষের মধ্যে ইট পাথর নিক্ষেপ ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এ সময় পুলিশের গাড়ীসহ ৩টি গাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। পরে নিবার্চনে দায়িত্বে থাকা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ভোট কেন্দ্রে ভোট প্রদান বন্ধ করা হয়।
এদিকে ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে আগুন নিভাতে সক্ষম হয়। দুই পক্ষের সংর্ঘষে পুলিশসহ আহত কমপক্ষে ১৫ জন।
//এমটিকে