ওসমান হারুনী :
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছেন। সে লক্ষ্যেই শহরের বিভিন্ন জায়গায় এ উচ্ছেদ অভিযান চলছে। রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়।
জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ যানজটের জন্য বসাকপাড়া মোড় এলাকায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জানান, বহু বছর যাবৎ জামালপুর শহরের বিভিন্ন জায়গা ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে রেখেছে। শহরের জনগুরুত্বপূর্ণ রাস্তা হলো বসাকপাড়া সড়ক। রাস্তার দুই পাশেই অনেকগুলা দোকান তৈরি করেছিলো। রাস্তাটির দুই পাশে উচ্ছেদ অভিযান চলছে। জামালপুর পৌরসভার নাগরিকরা এই রাস্তায় এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
//এমটিকে