ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলা করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে আরও ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
সড়কের নিরাপত্তা প্রহরী বাবলু মিয়া জানান, রাত দেড়টার দিকে হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ের পেছনে বিকট শব্দ হয়। সে সময় পরপর চারটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ সেখানে আসেন। ওই সময় পুলিশ এসে অফিসের পেছন থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, তাহজীব আলম সিদ্দিকী সমি এমপিসহ অন্যান্য নেতাকর্মীরা।
বাংলার চোখ নিউজ