ইউক্রেনে ইরানের ড্রোন শাহেদ ব্যবহার করেছে রাশিয়া। ভূপাতিত ড্রোনের বিভিন্ন অংশ উদ্ধার করে কিয়েভ এই অভিযোগ করেছে। মস্কোকে ড্রোন সরবরাহের অভিযোগ বরাবরই অস্বীকার করে গত ডিসেম্বরে ইরান জানায়, রাশিয়াকে তারা কিছু ড্রোনের পার্টস যুদ্ধ শুরুর আগে সরবরাহ করেছিল।
জার্মান ম্যাগাজিন স্পিগল খবর প্রকাশ করেছে, ড্রোন কিনতে রাশিয়া এবার চীনের দ্বারস্থ হয়েছে। দেশটির একটি কোম্পানির কাছে ১০০ ড্রোন কেনার প্রস্তাব দিয়েছে মস্কো। তবে ম্যাগাজিনটি এই প্রতিবেদনের কোনো সোর্স প্রকাশ করেনি। রিপোর্টে বলা হয়েছে, আগামী এপ্রিলের মধ্যে চীনা কোম্পানির কাছে ড্রোন চেয়েছে রাশিয়া।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র দাবি করছে, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে। ওয়াশিংটন সতর্ক করে বলেছে, মস্কোকে অস্ত্র দিলে ব্যাপক পরিণতি ভোগ করতে হবে বেইজিংকে। যদিও শি জিনপিং প্রশাসন বরাবরই এই অভিযোগ প্রত্যাখান করছে।
স্পিগলের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ড্রোন কোম্পানি ১০০টি প্রোটোটাইপ ড্রোন তৈরির জন্য প্রস্তুত হচ্ছে। এসব ড্রোন ৩৫ থেকে ৫০ কেজি বিস্ফোরক বহন করতে পারে।
সূত্র: রয়টার্স