৭ ফেব্রুয়ারি ঢাকার প্রাণকেন্দ্র সাইনবোর্ড সংলগ্ন ঢাকা দক্ষিণ- পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাগর-রুনি কনফারেন্স হলে কার্যনির্বাহী কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত।
২০২১-২২ কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে জনকন্ঠের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বাংলার চোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয় ।
সহ-সভাপতি পদে প্রথম আলোর মনিরুজ্জামান মনির, দৈনিক যুগের সাথীর হেমায়েত উদ্দিন আজাদ, ইত্তেফাকের মোঃ আব্দুল মোমেন, যুগ্ম সম্পাদক যুগান্তরের হোসেন চিশতী সিপলু, সাংগঠনিক সম্পাদক পদে দেশ রূপান্তরের মোবারক হোসেন কমল, ক্রাইম পেট্রোলের এফ.আই মিলন, অর্থ সম্পাদক বর্তমান সময়ের মোঃ নুরুল ইসলাম, লাখো কন্ঠের মাহবুবল আলম অপু, মহিলা সম্পাদিকা জেটিভির শারমিন সুলতানা চৈতি, সমাজকল্যাণ সম্পাদক বাংলা টিভির শাহরিয়ার আল মামুন, তথ্যপ্রযুক্তি সম্পাদক সংবাদচর্চার আল আমিন হোসাইন শিপন, প্রচার সম্পাদক নতুন সময়ের আরব আলী বিশ্বাস, কার্যকরী সদস্য পদে আমার বার্তার গোলাম নবী, মানবকন্ঠের রোবেল মাহমুদ, আমাদের সময়ের মাজহারুল ইসলাম, একাত্তর টিভির শেখ ফরিদ, নিউ নেশনের মাহফুজ জাহিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুমন মাস্টার, মানবজমিনের আব্দুল হাকিম ভূইয়া ও সবুজ বার্তার তানিয়া আক্তার হৃদি শপথ পাঠ করেন।
৩১ সদস্যে কার্যনির্বাহী কমিটির শপথ পাঠ করান নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম।
শপথপাঠ শেষে সকলের আলোচনায় সাইনবোর্ড একটি গুরুতপূর্ণ এলাকা হিসেবে আগামী দিনে জনস্বার্থে সকল ধরনের সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের অধিকার আদায়ে একটি বহুতল ভবন প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
পেন্টাগনের প্রধান হিসেবে সাবেক কৃষ্ণাঙ্গ জেনারেলকে বেছে নিলেন বাইডেন