এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের বোলিং তোপে পড়েন ঢাকা লিওপার্ডসের ব্যাটাররা। মৃত্যুঞ্জয় ও রাসুলের বোলিংয়ে ৩৯.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে আসা দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪১ ও মঈন খান ৪০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ডি সিলভার ২৫ ও মেহরাব হোসেন যোশির ২০ রানের সুবাদে দেড়শ ছাড়ায় দলটি।
শেখ জামালের বোলারদের মধ্যে ২৩ রানে রাসুল তিনটি এবং ৩১ রানে মৃত্যুঞ্জয় সমান সংখ্যক উইকেট নেন। এছাড়া শফিকুল ইসলাম নেন দুটি উইকেট।