1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | তৌহিদ হৃদয়ের ঝড়ে শেখ জামালের জয়
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন

তৌহিদ হৃদয়ের ঝড়ে শেখ জামালের জয়

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

দারুণ ছন্দে আছেন তৌহিদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তার ঝড়ো ব্যাটিংয়ে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লিওপার্ডসের দেওয়া ১৭০ রানের জবাবে খেলতে নেমে হৃদয়ের ৩০ বলে ঝড়ো ৫৪ রানের অপরাজিত ইনিংসে ৮ উইকেটের বড় জয় পায় শেখ জামাল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা লিওপার্ডস। শেখ জামালের মৃত্যুঞ্জয় চৌধুরী ও পারভেজ রাসুলের বোলিংয়ে ১৬৯ রানে অলআউট হয় ঢাকা। জবাবে খেলতে নেমে শুরুতে ওপেনার সাইফ হাসানকে (৮) হারলেও জয় পেতে সমস্যা হয়নি শেখ জামালের।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের বোলিং তোপে পড়েন ঢাকা লিওপার্ডসের ব্যাটাররা। মৃত্যুঞ্জয় ও রাসুলের বোলিংয়ে ৩৯.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে আসা দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪১ ও মঈন খান ৪০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ডি সিলভার ২৫ ও মেহরাব হোসেন যোশির ২০ রানের সুবাদে দেড়শ ছাড়ায় দলটি।

শেখ জামালের বোলারদের মধ্যে ২৩ রানে রাসুল তিনটি এবং ৩১ রানে মৃত্যুঞ্জয় সমান সংখ্যক উইকেট নেন। এছাড়া শফিকুল ইসলাম নেন দুটি উইকেট।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews