1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | দুই পুলিশ কর্মকর্তা খালাস, একজনের ১৮ মাসের জেল
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

দুই পুলিশ কর্মকর্তা খালাস, একজনের ১৮ মাসের জেল

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
ছবি, রয়টার্স

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দায়িত্ব অবহেলার দায়ে কারাগারে পাঠানো হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। ইন্দোনেশিয়ার শহর সুরাবায়ার জেলা আদালত বৃহস্পতিবার এ রায় দেয়।

রায়ে বলা হয়, মালাং রিজেন্সি পুলিশের প্রতিরোধ ইউনিটের প্রধান বামবাং সিদিক আচমাদিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি। পরে একই কারণ দেখিয়ে মালং রিজেন্সি পুলিশের অপারেশন প্রধান ওয়াহিউ এস ওয়াহিউকেও খালাস দেওয়া হয়েছে।

ব্রিমোব নামে পরিচিত আধাসামরিক পুলিশ স্কোয়াডের একটি ইউনিটের নেতৃত্বে থাকা হাসদারমাওয়ানকে কেবল ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে ২০২২ সালের অক্টোবরে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া। ম্যাচে স্বাগতিক দল আরেমা ৩-২ গোলে হেরে যায় পেরসেবায়ার কাছে।

খেলা শেষে হাজার হাজার ভক্ত মাঠে ঢুকে পড়েন। প্রতিদ্বন্দ্বী দুই দলের দর্শকরা তৈরি করেন বিশৃঙ্খলা, জড়িয়ে পড়েন সংঘর্ষে। এরপর পুলিশ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ব্যবহার করলে সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে যান। সে সময় পদদলনে অন্তত ১৩৫ জন নিহত হন। সেই সংঘর্ষের ঘটনার জন্য গত সপ্তাহে ওই ম্যাচের দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়।

সূত্র: আল জাজিরা 

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews