২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচার ও হামলায় নিহতদের স্মরণে চলতি মাস জুড়ে সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নের সকল অংগসংগঠনের প্রতিবাদ ও দোয়ার আয়োজন চলবে। চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন আগস্ট আসলেই ষড়যন্ত্র শুরু হয়ে যায় যায়, এদেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারে নাই তারাই গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। পুরো আগস্ট মাস প্রতিবাদ ও কার্যক্রম অব্যহত রাখতে হবে।
আপনারা যারা বঙ্গবন্ধুর স্বপ্ন ও স্বাধীন বাংলাদেশকে ভালোবাসেন তাদের এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এবং ২০০৪ সালের ২১আগস্ট একসুতায় গাঁথা এই গ্রেনেড হামলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছে। আল্লাহতালা অশেষ রহমতে তিনি সেদিন বেঁচে গেছেন। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি। তারা এখন বেঁচে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে বার বার হত্যার চেষ্টা করছে। আর তাদেরকে হত্যা করতে পারলে স্বাধীন বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন শেষ হয়ে যাবে। সে সুযোগ আর দেওয়া যাবে না। এখন সময় এসেছে তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এখন দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চায়। জঙ্গী, গ্রেনেড ও হাওয়া ভবনের দুর্নীতির বিচার চায়।