1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | দেশে এখন কোনো খাদ্যের ঘাটতি নেই : কৃষিমন্ত্রী
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:০১ অপরাহ্ন

দেশে এখন কোনো খাদ্যের ঘাটতি নেই : কৃষিমন্ত্রী

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

দেশ কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। তাই দেশে এখনো কোনো খাদ্যের ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। একইসাথে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফসলহানি রোধে সরকার বাঁধ নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে বলেই জানান তিনি।

বুধবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,দেশ কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের ঘাটতি নেই। ২০০৪ সালে বিএনপি-জামায়াত শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু গত ১৪ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফসলহানি রোধে সরকার বাঁধ নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। আগামজাত ফসল আবিষ্কারে কৃষি গবেষণা চলছে। আশা করি আগামী ১-২ বছরের মধ্যে এসব ফসল হাওরে ফলানো হবে। এতে পানি আসার আগেই ধান কর্তন শেষ হবে।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন কারান্তরীন। তার পক্ষে মির্জা ফখরুলেরা দেশে তাণ্ডব লীলা চালাতে চায়। তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার বলে চিল্লাচিল্লি করতে করতে মুখে ফেনা তুলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অযৌক্তিক আন্দোলনের নামে দেশে অরাজকতা করতে চায় বিএনপি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই, পবিত্র সংবিধান অনুযায়ী এ সরকারের অধীনেই দেশে নির্বাচন বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাই ভোট দিবে, ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করবেন কারা দেশ পরিচালনা করবে। যদি জনগণ আপনাদের বেচে নেয়, তাদের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ঘরে ফিরে যাবো। ইসির অধীনে নির্বাচনে আসতে এতো ভয় কিসের আপনাদের?

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন। এতেও বিএনপি আসতে চায় না। কিসের এতো ভয়? এসে পরীক্ষা করেন, দেখেন সুষ্ঠু নির্বাচন হয় কি না? আমরা তো প্রার্থী বদলিয়ে যে পাশ করবে তাকে নমিনেশন দিয়েছি। আপনারাও যোগ্য ব্যক্তিকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। আমি বিশ্বাস করি বিএনপি তাদের ভুল বুঝতে পারবে। নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছে। আশা করি তারা নির্বাচনে আসবে।

কৃষি বিষয়ে ড. রাজ্জাক বলেন, বাংলাদেশের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন করেছে। একটি অতি দরিদ্র দেশকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্বদরবারে মাত্র ১৪ বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত করেছেন বঙ্গবন্ধু কন্যা। আমরা তাঁর নেতৃত্বে ও দিক নির্দেশনায় শুধু কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নে ব্যাপক ভর্তুকি দিয়ে কাজ করে যাচ্ছে এ সরকার। জামাত-বিএনপির সরকারের চেয়ে সব কিছুতেই এগিয়ে আমরা। কৃষি পণ্যের অনেক কিছুতেই ভর্তুকি দিচ্ছি আমরা। পটাসিয়াম, ইউরিয়াসহ সব ধরণের সারে আমরা প্রায় ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছি। ধানকাটার শ্রমিক সংকটে যেন ধান নষ্ট না হয় এজন্য শুধু মাত্র সুনামগঞ্জ জেলাতেই প্রায় ১ হাজার কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েছি। সারা দেশে তো আর আছেই। এসব হারভেস্টারেও প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার। আমাদের সরকারের কাছে কৃষি এবং কৃষকই একমাত্র প্রাধান্যযোগ্য বিষয়।

কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ২৩ এপ্রিল থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগেই হাওরের ধান কাটা শেষ করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা শুরু হবে। কৃষকরা যত ধান দিতে পারবেন আমরা তত ধান ক্রয় করবো।

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকির হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তারের যৌথ পরিচালনায় বোরোধান কর্তন উৎসবের উদ্বোধন পরবর্তী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল হক মিসবাহ।

এ সময় শান্তিগঞ্জ উপজেলার সাধারণ কৃষকবৃন্দ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ওলামালীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews