শহিদুল ইসলাম :
নওগাঁয় দু’জন মোটরসাইকেল আরোহী নিহত, আহত একজন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধায় নওগাঁর পত্নীতলা উপজেলায়। নিহতরা হলেন নওগাঁর সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৮) ও একই উপজেলার পিছল ডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজোয়ান সিদ্দিক (১৭)।
এ দুর্ঘটনায় রাকিব হোসেন (২২) নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলেও দ্বায়িত্বরত চিকিৎসকরা রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেছেন।
প্রাথমিক তথ্যে জানাযায়, তারা একটি মোটর সাইকেল যোগে সোমবার সন্ধ্যায় নজিপুর থেকে সাপাহার ফেরার পথে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বালুঘা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে এবং তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
//এমটিকে