শহিদুল ইসলাম :
নওগাঁ জেলা সদর শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি যুবককে হাতেনাতে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, এর একটি চৌকস অভিযানিক দল।
আটককৃত মাদক কারবারি দু’জন হলেন, আব্দুল মতিন (২৩) ফিরোজ হোসেন (২৭)। গাঁজা সহ দুই যুবককে হাতেনাতে আটকের সত্যতা প্রতিবেদককে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩,জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দিনগত সন্ধার পর অভিযান পরিচালনা করে গাঁজাসহ হাতেনাতে ঐ দুই যুবককে আটক করা হয়।আটককৃতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার গোপালপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে আব্দুল মতিন ও দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুই যুবক দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বিকার করেছেন। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
//এমটিকে