নওগাঁ জেলার মান্দা উপজেলার আমবাগান থেকে ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বাংলার চোখকে বলেন, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য আগে থেকেই ওই এলাকায় ছিল। আমবাগানে ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলার চোখ নিউজ