1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | নদীতে পৌনে ৩ কেজি ইলিশ,বিক্রি ৮ হাজার টাকায়
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন

নদীতে পৌনে ৩ কেজি ইলিশ,বিক্রি ৮ হাজার টাকায়

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
বরগুনা: বরগুনার নদীতে এবার জেলেদের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের এক ইলিশ। মাছটি বরগুনার পায়রা (বুড়ীশ্বর) নদীতে জেলেদের জালে ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়।
রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে পায়রা নদীতে জালে মাছটি ধরা পড়ে।
জেলে রাজু গাজী বলেন, রোববার সন্ধ্যা ৮টার দিকে জাল তুলে দেখি বিশাল আকারের একটি ইলিশ জালে ধরা পড়েছে। পরে মাছটি নদীর তীরে এনে পাইকারি ব্যবসায়ী আলামিন বয়াতির কাছে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করি। সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার কাছে ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
জেলে রাজু গাজী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের বাসিন্দা।
পাইকারি ক্রেতা আলামিন বয়াতি জানান, আমার দেখা সবচেয়ে বড় ইলিশ এ বছরের। মাছটি কেনার পরপরই অনেক লোক এক নজরে দেখার জন্য ভিড় জমান। কামাল হোসেন নামে এক ক্রেতা ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
আমতলী বাজারের হিজবুলতাহ মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, এ বছর আমতলী বাজারে এ পর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহীদুল ইসলাম বলেন, সাগড়ে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরণের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারণে নদীত বড় সাইজের মাছ ধরা পড়ছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বলেন, এই মৌসুমে বরগুনা পায়রা নদীতে প্রথম পৌনে তিন কেজি ওজনের বড় ইলিশ মাছ ধরা পড়ল। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন।
বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews