সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ওয়াছকরনী এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সিয়াম শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহত ওয়াজেদা খাতুনের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত চলাকালে একমাত্র আসামি সিয়াম শেখ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০২১ সালের ১৩ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।