টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।