1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | নির্যাতন মামলা, সাক্ষ্য দিতে আসেননি ক্রিকেটার আল আমিনের স্ত্রী
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন

নির্যাতন মামলা, সাক্ষ্য দিতে আসেননি ক্রিকেটার আল আমিনের স্ত্রী

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ দায়ের করা মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আল আমিন আদালতে হাজিরা দেন। কিন্তু তার স্ত্রী ইসরাত জাহান সাক্ষ্য দিতে আদালতে আসেননি। এজন্য আদালত আগামী ১৭ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

এর আগে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহান লিখিত অভিযোগ করেন। পরদিন ২ সেপ্টেম্বর অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

ইসরাতের বাবা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে আল আমিন ইসরাতকে মারধর করে বাসা থেকে বের করে দেন। বেশ কয়েকবার মারধরের পর তিনি (ইসরাত) আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেন। কিন্তু দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে আপস-মীমাংসা করে নেন। এরপরও আল আমিন অত্যাচারসহ শারীরিক নির্যাতন অব্যাহত রাখেন।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews