1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন।’

বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুতে যানবাহন চলাচল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অনিয়েমর কারণে এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে। তাই আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সেতুতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাইকারদের হুঁশিয়ার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেতুতে ঘণ্টায় সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার, সেতুর ওপর দাঁড়ানো ও ছবি তোলা থেকে বিরত থাকাসহ সবগুলো নিয়ম-কানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। নিয়ম ভঙ্গ করলে চলাচলে আবারও বন্ধ করা হতে পারে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারীকে অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews