1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | পারমাণবিক অঘটনের ফন্দি আঁটছে ইউক্রেন, বলছে রাশিয়া
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন

পারমাণবিক অঘটনের ফন্দি আঁটছে ইউক্রেন, বলছে রাশিয়া

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি, সংগৃহীত

নিজেদের ভূখণ্ডে ইউক্রেন পারমাণবিক অঘটনের পরিকল্পনা করছে। ইউক্রেনের সঙ্গে জাতিসংঘের একটি গুরত্বপূর্ণ বৈঠকের আগে কোনো প্রমাণ হাজির করা ছাড়াই রাশিয়া এই অভিযোগ তুলেছে। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি ইউরোপীয় দেশ থেকে ইউক্রেনে তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে। কিয়েভ বড় ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের বিপজ্জনক তেজস্ক্রিয় স্থাপনায় হামলা করা হবে। আর এই  নির্বিচার হামলায় দোষ চাপানো হবে রাশিয়ার সেনাবাহিনীর ওপর।

ইউক্রেন এবং তার মিত্ররা রাশিয়ার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, মস্কো নিজেই এমন হামলা করতে যাচ্ছে। অপরাধ থেকে বাঁচতে অগ্রীম ইউক্রেনকে দোষারোপ করছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews