1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | পিন নম্বর ছাড়াই সব কার্ডে লেনদেনে করার সুযোগ
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন

পিন নম্বর ছাড়াই সব কার্ডে লেনদেনে করার সুযোগ

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি,সংগৃহীত

এখন থেকে পিন নম্বর ছাড়াই সব ধরনের কার্ডে (এটিএম) ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) সার্কুলার জারি করেছে। এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে।

সার্কুলারে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত।

বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews