1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | ফোনের ব্যাটারি নষ্ট করছে ফেসবুক
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

ফোনের ব্যাটারি নষ্ট করছে ফেসবুক

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
ছবি,সংগৃহীত

ব্যবহারকারীর ফোনের ব্যাটারি নষ্ট করছে ফেসবুক। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে মার্ক জাকারবার্গের সংস্থার বিরুদ্ধে। ফেসবুকের প্রাক্তন এক কর্মী এই অভিযোগ করেছে। তিনি জানিয়েছেন, ফেসবুক অ্যাপ ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীর স্মার্টফোনের ব্যাটারি শেষ করতে পারে।

সংস্থার প্রাক্তন কর্মী ডেটা সাইন্টিস্ট জর্জ হেওয়ার্ড কাজ করতেন মেসেঞ্জার অ্যাপে। তিনি জানিয়েছেন ফেসবুক ছাড়াও মেসেঞ্জার অ্যাপও একই কাজ করে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘নেগেটিভ টেস্টিং’। যা ব্যবহার করে কোম্পানিগুলো অ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহারের সময় ব্যবহারকারীর ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দিতে পারে। এছাড়াও অ্যাপে কোনো ছবি কত তাড়াতাড়ি লোড হচ্ছে তা পরীক্ষা করার সময়ও ব্যবহারকারীর ফোনের ডেটা শেষ করতে পারে এই অ্যাপ।

হেওয়ার্ডের দাবি, তিনি এই ব্যাপার শুরুতেই ম্যানেজারকে জানিয়েছিলেন যে এই প্রক্রিয়া ব্যবহারকারীদের ক্ষতির কারণ হতে পারে। তবে সেই ম্যানেজার বলেন, কিছু মানুষের ক্ষতি অনেক বেশি মানুষের উপকারে সাহায্য করতে পারে। এমনকি নেগেটিভ টেস্টিংয়ে অংশ নিতে অস্বীকার করার কারণে ২০২২ সালের নভেম্বরে তাকে কোম্পানি থেকে ছাঁটাই করেছিল।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews