1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | বন্ধু শচীনের ছেলে অর্জুনের অভিষেকে গর্বিত শাহরুখ
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:২২ অপরাহ্ন

বন্ধু শচীনের ছেলে অর্জুনের অভিষেকে গর্বিত শাহরুখ

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
ছবি সংগৃহীত

মুম্বাইয়ের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামেন শচীন-পুত্র অর্জুন টেন্ডুলকার। রবিবার (১৬ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামেন তিনি। বাবা ব্যাটিংয়ে রাজত্ব করলেও অর্জুন অবশ্য বোলার। কলকাতার বিপক্ষে এদিনে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন। এ নিয়ে গর্বিত বাবা শচীন।

বন্ধু শচীন টেন্ডুলকারের ছেলের আইপিএল অভিষেকে গর্বিত বলিউড তারকা শাহরুখ খানও। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেতা লেখেন, ‘এই আইপিএল প্রতিযোগিতামূলক। কিন্তু যখন আপনি বন্ধুর ছেলে অর্জুন টেন্ডুলকারকে মাঠে নামতে দেখেন, জিনিসটা ততটাই বেশি আনন্দের। মনটা খুশিতে ভরে গিয়েছে। অর্জুনকে শুভেচ্ছা। শচীন টেন্ডুলকারের দারুণ গর্বের মুহূর্ত। দুর্দান্ত!!!’

বিগত কয়েক বছর ধরেই রোহিত শিবিরের পরিচিত মুখ ছিলেন অর্জুন টেন্ডুলকার। নেটে বোলিং করার পাশাপাশি ডাগ আউটেও দেখা যেত তাকে। চলতি বছরের শুরু থেকেই অর্জুনের অভিষেকের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার যে শুধু তাকে নেটে বোলিং করানো হবে না, দলেও সুযোগ দেওয়া হবে, তার আভাস দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আর অর্জুনের অভিষেক হয় শাহরুখের কলকাতার বিরুদ্ধে।

শাহরুখ খান আগাগোড়াই তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়ে আসেন। কেকেআরের বিরুদ্ধে অর্জুন খেললেও বন্ধুর ছেলের জন্য গর্বিত শাহরুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews