বান্দরবানের থানচিতে রেমাক্রি ইউনিয়নের একটি জুমক্ষেতে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে রেমাক্রি ইউনিয়নের সীমান্তবর্তী বড়মদক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেমাক্রি ইউনিয়নের চেয়াম্যান মুইশৈথুই মারমা।
৪৭ বছর বয়সী নিহত মংক্যচিং মারমা রেমাক্রি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বড়মদক বাজার এলাকার ভিতর পাড়ার বাসিন্দা।
ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা বলেন, ‘বুধবার সকালে জুমক্ষেতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পাড়াবাসীরা জানিয়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে জুমক্ষেতে কারও সাথে কথা কাটাকাটির জেরে কেউ তাকে কুপিয়ে হত্যা করতে পারে। নিহত ব্যক্তি জুমচাষী ছিলেন।’
তিনি বলেন, ‘এলাকাটি বেশ দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা। তার মরদেহ উদ্ধার করে থানচিতে নিয়ে আসা হচ্ছে। নদীপথে বড়মদক থেকে থানচি পৌঁছাতে ইঞ্জিনচালিত নৌকায় পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে।’
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, ‘একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শুনেছি। এলাকাটি খুবই দুর্গম। মরদেহ নিয়ে পৌঁছালে বিস্তারিত বলা যাবে। এরপর আইনগত প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে।’