1. [email protected] : mainadmin :
  2. [email protected] : Mohsin Molla : Mohsin Molla
  3. [email protected] : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | বান্দরবানে ট্রাক খাদে পড়ে একজন নিহত
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ০২:০৯ পূর্বাহ্ন

বান্দরবানে ট্রাক খাদে পড়ে একজন নিহত

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

আকাশ মারমা মংসিং :

বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নে ট্রাক খাদে পড়ে ১ জন নিহত হয়েছে।

নিহত ব্যক্তি বীর বাহাদুর ত্রিপুরা (৪০), সে ৬নং ওয়ার্ডে জর্দান গ্রামে বীরক্ষন জয় ত্রিপুরা বড় ছেলে।

১১ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় সদর ২নং কুহালং ইউনিয়াধীন ৬নং ওয়ার্ড জর্দান পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টি এস ট্রাকটি বালু নিয়ে বালাঘাটা হতে জর্দান পাড়া উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকটি রাস্তা উচুঁতে উঠতে গিয়ে বামে চাকা সড়কে ভাঙন গর্ত মধ্যে ডেবে যায়, পরে গাড়ি জোড়ে যাওয়া চেষ্টা করলে ২০০ ফুট নিচে টিএস লড-নং ৬৪ ট্রাকটি খাদে পড়ে একজন নিহত হয়। তবে ড্রাইভার আর হেলপার পালিয়ে যায়।

২নং সদর কুহালং ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিং মং জানান, বীর বাহাদুর ত্রিপুরা নিজ গ্রামে উদ্দেশ্য যাচ্ছিল। বাড়ি ফেরার পথে ট্রাকের সাহায্যে নেন। পরে দুর্ঘটনাটি ঘটলে ট্রাকে নিচে চাপা পরে নিহত হয়।

ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইসমাইল হোসেন জানান, ঘটনাটি ঘটেছে বিকালে। তবে ঘটনা হতে ট্রাকটি নিচে চাপা থাকা নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে কর্মকত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগে দুর্ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। তবে পর্যবেক্ষন শেষে লাশটি পরিবার নিকট হস্তান্তর করা হবে।

এই ব্যপারে বান্দরবান সদর থানা তদন্ত অফিসার (এসআই) গোবিন্দ জানান, ঘটনাটি ব্যাপারে ময়নাতদন্ত করা হচ্ছে। থানায় মামলা করলে সেটি তদন্তনুসারে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

 

এমটিকে/বাংলারচোখ

শেয়ার করুন...

Leave a Reply

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ  
Theme Customized BY LatestNews