1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | বাবা হতে যাচ্ছেন নেইমার
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৫২ অপরাহ্ন

বাবা হতে যাচ্ছেন নেইমার

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্ক থাকতেই ছেলের বাবা হয়েছিলেন নেইমার। সেই ছেলেটির বয়স এখন ১১ বছর। পুরোনো সম্পর্ক চুকে যাওয়ার পর এবার নতুন বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির গর্ভে এসেছে পিএসজি তারকার দ্বিতীয় সন্তান। ব্রাজিলিয়ান তারকা নেইমার ও বিয়ানকার্দি এই সুখবর জানিয়েছেন যৌথ ইনস্টাগ্রাম পোস্টে।

দুজন প্রেমে মজেছেন সেই ২০২১ সাল থেকে। গত বছরের জানুয়ারিতেই তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন। মাঝে অবশ্য টানাপোড়েনও চলেছে। সেসব কাটিয়ে সুখবরই দিলেন তারা।

সন্তানের আসন্ন আগমনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ৫টি ছবি প্রকাশ করেছেন। সেখানে নেইমারকে দেখা গেছে বিয়ানকার্দির ‘বেবি বাম্পে’ চুমু খেতে। তাছাড়া সব ছবিতেই বিয়ানকার্দির গর্ভাবস্থার মুহূর্তটি ফুটে উঠেছে। তারা যে নতুন সন্তানের অধীর অপেক্ষায় সেটি বোঝা গেছে পোস্টে লেখা এই ক্যাপশনে, ‘তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, তোমার আগমনের অপেক্ষায়। এটাও জানি তুমি আমাদের ভালোবাসাকে পরিপূর্ণ করতে, দিনগুলো আরও আনন্দে ভরিয়ে দিতে আসছো। তুমি এমন সুন্দর পরিবারে আসবে যেখানে তোমার ভাই, দাদা-দাদি, চাচা, চাচি এরইমধ্যে অনেক ভালোবাসা দিয়েছে। দ্রুত চলে আসো, আমরা তোমার অপেক্ষায়।’

পোস্ট প্রকাশ করতেই তাতে ভালোবাসার প্রতিক্রিয়া জানাতে থাকেন নেইমারের সতীর্থরা। তাদের মধ্যে অন্যতম ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, মার্কো ভেরাত্তি। রয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews