সেলিম রেজা :
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে খামারগ্রাম ডিগ্রি কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক দৌলতপুর ইউনিয়নের আজুগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় মোটর সাইকেলের চালক রাজু আহম্মদ আহত হয়েছে। সে একই গ্রামের হানিফের ছেলে, সম্পর্কে তারা চাচা ভাতিজা বলে জানা গেছে।
এলাকাবাসি ও নিহতের স্বজনেরা জানান, বুধবার সকালে চাচা-ভাতিজা একটি মোটর সাইকেলে এনায়েতপুর থানা সদরের দিকে যাচ্ছিল। পথে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের খামার গ্রাম ডিগ্রি কলেজের পাশে মোটরসাইকেল এলে একটি বালুবাহি ট্রাক পিছন থেকে চাপা দেয়। এতে দুজনই আহত হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতিককে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
//এমটিকে