রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে গাবতলীতে খালেক পেট্রোল পাম্প সংলগ্ন মাঠের সামনে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা।
]মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। গাবতলী থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত গিয়ে শেষ হবে এ পদযাত্রা।
এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় দলটি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করবে।
বাংলার চোখ নিউজ